বাংলাদেশের খবর

আপডেট : ২৬ September ২০১৮

টাইম স্কেলসহ প্রাথমিকের প্রধান শিক্ষকদের ১০ দাবি

লোগো বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি


শিক্ষার মান উন্নয়নে টাইম স্কেল বাস্তবায়নসহ প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি। গতকাল মঙ্গলবার ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সমিতির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

সভায় শিক্ষক নেতারা প্রাথমিকের প্রধান শিক্ষকদের ২০১৪ সালের ৯ মার্চ পরবর্তী টাইম স্কেল সম্পর্কে জোরালো বক্তব্য দেন। শিক্ষক নেতারা বলেন, সরকারি কর্মচারীরা ২০১৫ সালের ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রাপ্য টাইম স্কেল পেলেও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা টাইম স্কেল পাননি। এর ফলে তারা অর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আলোচনায় সমস্যার দ্রুত সমাধান কামনা করেন শিক্ষক নেতারা। এছাড়া আলোচনায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সমিতির দেওয়া ১০ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবি জানান শিক্ষক নেতারা।

সমিতির দেওয়া ১০ দফা প্রস্তাবনায় রয়েছে জাতীয় বেতন স্কেল ২০১৫ গেজেট মোতাবেক ২০১৪ সালের ৯ মার্চ থেকে ২০১৫ সালের ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রাপ্য টাইম স্কেল বাস্তবায়ন, প্রধান শিক্ষকদের পদোন্নতি পুনরায় চালুকরণে ব্যবস্থা গ্রহণ, প্রাথমিক শিক্ষা ক্যাডার সার্ভিস চালু করা, প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত করে তা সব প্রাথমিক বিদ্যালয়ে বাস্তবায়ন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বোর্ড গঠন, চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের দ্রুত নিয়মিতকরণ, বিদ্যালয় পরিচালনায় ব্যয় বরাদ্দ বাড়ানো, প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ, শিক্ষক কল্যাণ ট্রাস্টসহ প্রাথমিক শিক্ষার নীতিনির্ধারণীতে প্রধান শিক্ষকদের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ এবং সরকারি কর্মচারীদের সঙ্গে ছুটি সমন্বয় করে প্রাথমিক বিদ্যালয়কে নন-ভোকেশনাল ডিপার্টমেন্ট ঘোষণা করা।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. বদরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো। সভায় মূল বক্তব্য পাঠ করেন সমিতির মহাসচিব মো. দেলোয়ার হোসেন। সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে সমিতির সিনিয়র সহসভাপতি নূর মোহাম্মদ, সহসভাপতি মো. খোরশেদ আলম ও আনিছুর রহমান, অর্থ সম্পাদক আবদুর রহমান, জাকির হোসেন, সৈয়দ আলী, ইমরান ভূইয়া, সানাউল্লাহ পাটোয়ারী, শাহজাহান সিদ্দিকী, জানে আলম শিকদার, জালাল হোসেন, দীন ইসলাম, বিলকিছ বেগম, আবুল কাশেম, রফিকুল ইসলাম, এনামুল হক শামীম, আবুল হোসেন, জাহিদ হোসেন, মোস্তফা কামাল, মমতাজ আহমেদ, বদরুজ্জামান, আওলাদ হোসেন, ইস্কান্দার মির্জা, আবু রওশন, মোশারফ হোসেন, আবদুল হালিম, সিরাজুল ইসলাম খান, সারোয়ার জাহান, জেসমিন আক্তার, বশির আহমদ বক্তব্য দেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১