আপডেট : ২৫ September ২০১৮
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের শুনানি মুলতবি করা হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী ১ অক্টোবর দিন ধার্য করেছে হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পরবর্তী শুনানির এ দিন ধার্য করেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল। আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে গত ৯ সেপ্টেম্বর বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশনা চেয়ে রিট আবেদনটি দায়ের করা হয়। রিট দায়েরের পর দুই দফা সময় নেন খালেদা জিয়ার আইনজীবীরা। ফলে শুনানি পিছিয়ে যায়। রিটে খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানাতে রুল জারির আর্জি রয়েছে। বিবাদী করা হয় স্বরাষ্ট্র সচিব, কারা মহাপরিদর্শক (প্রিজন), ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপারসহ সাতজনকে। রিট আবেদন দায়েরের পর ওইদিনই খালেদা জিয়ার মামলার ও শারীরিক অবস্থার বিষয়ে জানাতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে দেখা করতে যান আইনজীবীরা। খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার নওশাদ জমির বলেন, খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসাসেবা না দেওয়া সংবিধানের ৩২ ও ৩৫ (৫)-এর পরিপন্থি। ইউনাইটেড হাসপাতাল বা বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়াকে চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করা হয়েছে। পাশাপাশি খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি বিশেষ বোর্ড গঠন এবং তার চিকিৎসাসেবার যাবতীয় নথিপত্র দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের সাত নম্বর কক্ষে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি হয়। ওই শুনানিতে হুইল চেয়ারে করে আদালতে হাজির হন খালেদা জিয়া। এর আগের দিন সরকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠের অস্থায়ী আদালত থেকে পুরনো কেন্দ্রীয় কারাগারে আদালত স্থানান্তরের প্রজ্ঞাপন জারি করে। তবে সেদিন খালেদার আইনজীবীরা আদালতে উপস্থিত না হওয়ায় আজ (গতকাল) পর্যন্ত যুক্তিতর্ক মুলতবি করা হয়। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। সেদিনই তাকে ওই কারাগারে নিয়ে যাওয়া হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১