বাংলাদেশের খবর

আপডেট : ২৫ September ২০১৮

চট্টগ্রামে ট্রাকের চাপায় ৪ অটোরিকশা চালকসহ ৫ জন নিহত

চট্টগ্রামের জোরারগঞ্জে ট্রাকের চাপায় ৫ জন নিহত সংগৃহীত ছবি


চট্টগ্রামের জোরারগঞ্জে ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ২ জন।

সকাল সাড়ে ৯টার দিকে ঠাকুরদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন, সিএনজি অটোরিকশা চালক শাহ আলম ( ৪০), দিদারুল আলম ( ৩৫), কামরুল ( ৪৫),  মোশারফ ( ২৬) এবং অটোরিকশার যাত্রী মহিউদ্দিন ( ৬০)।

আহত হয়েছেন অটোরিকশা যাত্রী দুই সহোদর লিটন ( ২৫), সোহেল ( ২২) আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা জানান, মঙ্গলবার ভোরে ঢাকামুখী একটি ট্রাক (ঢাকা মেট্রো ১৬-৫২৩৫) বেপরোয়া গতিতে এসে ঠাকুরদিঘী সিএনজি অটোরিকসা স্ট্যান্ডে ঢুকে পড়ে। এসময় স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অটোরিকশা চালকদের ৪ জন ও অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলে মারা যান। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

ঘটনার পর মিরসরাই ও কুমিরা ফায়ার সার্ভিস ইউনিট উদ্ধার তৎপরতা চালায়। কুমিরা ইউনিটের স্টেশন অফিসার শামছুল আলম জানান, লাশগুলো স্বজনদের হাতে তুলে দেয়া হয়েছে। ট্রাক চালককে স্থানীয়রা জোরারগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দিয়েছে।


দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১