বাংলাদেশের খবর

আপডেট : ২৫ September ২০১৮

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছি : মো. নাছির উদ্দিন আহমেদ

চাঁদপুর পৌরসভার মেয়র মো. নাছির উদ্দিন আহমেদ সংগৃহীত ছবি


চাঁদপুর পৌরসভার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। পৌরবাসীর সেবার মান বৃদ্ধি পেয়েছে। পৌরসভার ১৫টি ওয়ার্ডে সুষম উন্নয়ন হচ্ছে। পৌরসভার কার্যক্রম নিয়ে কেউ অভিযোগ করতে পারবেন না। একটি সুন্দর শহর গড়ে তোলার লক্ষ্যে আমরা অক্লান্ত পরিশ্রম করছি। ১২২ বছর পর ২০০৮ সালে পৌরসভার আয়তন বাড়ানো হয়েছে। ৯ বর্গকিলোমিটার থেকে এটিকে ২২ বর্গকিলোমিটারে উন্নীত করা হয়েছে। আরো ৫৭ বর্গকিলোমিটার বাড়ানোর কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আমি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর পৌরসভার ২৭ কোটি ৬২ লাখ টাকা ঋণ ছিল। সব ঋণ পরিশোধ করেছি। বর্তমানে পৌরসভা সম্পূর্ণ দায়দেনামুক্ত। ৪ কোটি টাকা ব্যয়ে ৫০০ আসনবিশিষ্ট একটি আধুনিক পৌর অডিটোরিয়াম নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। ১১টি বস্তির আর্থ-সামাজিক ও ভৌত অবকাঠামো উন্নয়ন করা হয়েছে। পৌরবাসীর দীর্ঘদিনের দাবি একটি শিশুপার্ক ও বোটানিক্যাল গার্ডেন একনেকে অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১