আপডেট : ২৫ September ২০১৮
সিলেটের কানাইঘাটে গতকাল সোমবার নলকূপ স্থাপনের সময় গ্যাস উদ্গীরণের খবর পাওয়া গেছে। এ সময় গ্যাসের প্রচণ্ড চাপে এক শ্রমিক আহত হন। এ ঘটনার পর আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার নকলা এলাকায় একটি সেতু নির্মাণের কাজে একটি টিউবওয়েল স্থাপনের সময় লোহার পাইপ মাটির ১৬০ ফুট গভীরে যাওয়ার পর গতকাল বেলা ১১টায় পাইপ দিয়ে প্রচণ্ড গতিতে গ্যাস উদ্গীরণ শুরু হয়। এ সময় গ্যাসের চাপে টিউবওয়েল শ্রমিক মো. ছয়ফুল্লাহ আহত হন। অন্য শ্রমিকরা ভয়ে এদিক-ওদিকে পালিয়ে যান। গ্যাস উদ্গীরণ চলে প্রায় দুই ঘণ্টা। চাপ বেশি থাকায় গ্যাস মাটি থেকে প্রায় ১৫০ ফুট উপর পর্যন্ত উঠে যায়। এতে কানাইঘাট-দরবস্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কানাইঘাট থানার এসআই সঞ্জিত একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় বালুর বস্তা ও গোবর ফেলে গ্যাস উদ্গীরণ বন্ধ করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১