বাংলাদেশের খবর

আপডেট : ২৫ September ২০১৮

মাদক নির্মূলে জিরো টলারেন্স : জিহাদুল কবির

চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির সংগৃহীত ছবি


জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য জেলার চেয়ে অনেক ভালো রয়েছে। এটা জেলার দীর্ঘদিনের ঐতিহ্য। এর কারণ হলো, এ জেলায় কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম অনেক শক্ত। পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তৎপরতার কারণে এ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো রয়েছে। তারপরও এলাকায় মাদক, বাল্যবিয়ে এবং কিছু চাঁদাবাজি রয়েছে। এসব বন্ধে আমরা কাজ করছি। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমরা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। তারই ধারাবাহিকতায় মাদক নির্মূলে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। যে কোনো মূল্যে জেলাকে মাদকমুক্ত করা হবে। এ ব্যাপারে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা সহযোগিতা করছেন। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে, বিশেষ করে তাদের তথ্যানুযায়ী আমরা বাল্যবিয়ে বন্ধে কাজ করছি। জঙ্গিবাদের ব্যাপারে আমরা রুটিন অনুযায়ী কাজ করছি। সবশেষে বলতে চাই, সবার সহযোগিতায় চাঁদপুর জেলাকে আমরা অবশ্যই মাদক, জঙ্গিবাদ, নারী নির্যাতন, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত জেলা হিসেবে গড়ে তুলব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১