বাংলাদেশের খবর

আপডেট : ২৫ September ২০১৮

এখানে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে : মো. মাজেদুর রহমান খান

চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান সংগৃহীত ছবি


সরকার চাঁদপুর জেলাকে অন্যতম অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছে। সে লক্ষ্যে কাজ করছে জেলা প্রশাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে চাঁদপুরকে উপহার দিয়েছেন দুটি অর্থনৈতিক অঞ্চল, একটি হাইটেক পার্ক ও একটি মেডিকেল কলেজ। এসব অর্থনৈতিক অঞ্চল চালু হলে প্রায় লক্ষাধিক লোকের কর্মস্থানের সুযোগ হবে। এ ছাড়া জেলার ৪২টি ইউনিয়নে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠী সরকারি সেবা সহজে পাবে। বিশেষ করে তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধি পাবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশে ডিজিটাল অর্থনীতির ক্ষেত্র সম্প্রসারিত হবে। মতলবে ধনাগোদা নদীর ওপর নির্মিত সেতু উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া জেলার অসম্পূর্ণ কাজগুলো তদারকির মাধ্যমে দ্রুত সম্পন্ন করা হবে। পদ্মা, মেঘনা, ডাকাতিয়া নদীর তীর ভূমি মোলহেড চাঁদপুর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এখানে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১