বাংলাদেশের খবর

আপডেট : ২৫ September ২০১৮

অনলাইনে বুকিংয়ের সেবা হালট্রিপে

টিকেট কেনা ও হোটেল বুকিং দেওয়ার জন্য কাজটিকে আরো সহজ করে দিচ্ছে হালট্রিপ ছবি : ইন্টারনেট


দেশে কিংবা দেশের বাইরে কোথাও ঘুরতে যাওয়ার আগে প্রথমেই সামনে চলে আসে টিকেট এবং হোটেলের ব্যাপারটি। বেশ ঝক্কির কাজও বলা যেতে পারে। তবে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট থেকে খুব সহজেই এ কাজটি এখন করে নেওয়া সম্ভব। বর্তমানে এমন বেশ কিছু দেশীয় ওয়েবসাইট রয়েছে।

অনেক উদ্যোক্তাই এখন টিকেট কেনা ও হোটেল বুকিং দেওয়ার জন্য অনলাইন ট্রাভেল এজেন্সি চালু করছেন। এ কাজটিকে আরো সহজ করে দিচ্ছে হালট্রিপ। প্রতিষ্ঠানটির মাধ্যমে একজন উদ্যোক্তা খুব সহজেই টিকেট ও হোটেল বুকিং সেবা প্রদানের জন্য নিজের অনলাইন প্রতিষ্ঠান চালু করতে পারবেন।

২০১৭ সালের জুলাইয়ে যাত্রা শুরু করে হালট্রিপ। এরই মধ্যে ১ হাজার ৩০০ ট্রাভেল এজেন্সির মাধ্যমে পঞ্চাশ হাজারের বেশি ভ্রমণকারীকে টিকেট ও হোটেল বুকিং সেবা দিয়েছে প্রতিষ্ঠানটি। ঢাকা ও চট্টগ্রামে রয়েছে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়।

এ বিষয়ে হালট্রিপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাজবীর হাসান জানান, হালট্রিপের ওয়েবসাইটে যেকোনো উদ্যোক্তা ট্রেড লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে নিবন্ধন করতে পারবেন। সবকিছু যাচাই-বাছাই করে ওই উদ্যোক্তা হালট্রিপ ডটকমের মাধ্যমে ভ্রমণকারীদের টিকেট ও হোটেল বুকিং সেবা দিতে পারবেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১