আপডেট : ২৫ September ২০১৮
দশ বছর পর বাংলাদেশের বাজারে নতুন হ্যান্ডসেট এনেছে বিশ্বের অন্যতম শীর্ষ হ্যান্ডসেট নির্মাতা কোম্পানি মটোরোলা। রবি’র সঙ্গে সহযোগিতার ভিত্তিতে সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কোম্পানিটির সর্বশেষ এই হ্যান্ডসেটগুলো উদ্বোধন করা হয়। বাজারে আসা নতুন এই হ্যান্ডসেটগুলোর মডেল হচ্ছে মটো ই-ফোর প্লাস, মটো ই-ফাইভ ও মটো ই-ফাইভ প্লাস। মটো ই-ফোর প্লাস, মটো ই-ফাইভ ও মটো ই-ফাইভ প্লাস হ্যান্ডসেটগুলোর দাম যথাক্রমে ১১ হাজার ৯৯০, ১৪ হাজার ৯৯০ ও ১৯ হাজার ৯৯০ টাকা। এই হ্যান্ডসেটগুলোতে বড় স্ক্রিনের সুবিধাসহ রয়েছে কম আলোয় ঝকঝকে ছবি তোলার নিশ্চয়তা। ১১ হাজার ৯৯০ টাকা দামের মটো ই-ফোর প্লাস হ্যান্ডসেটটিতে আছে মিডিয়াটেক ৬৭৩৭ কোয়াডকোর প্রসেসর, ৩ গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট ইন্টারনাল স্পেস, ৫ হাজার এমএএইচ ব্যাটারি, সামনে এলইডি ফ্ল্যাশ সমৃদ্ধ ৫ মেগাপিক্সেলের ক্যামেরা ও পেছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সর। ৫.৭ ইঞ্চি ডিসপ্লের মটো ই-ফাইভ হ্যান্ডসেটটিতে আছে স্ন্যাপড্রাগন ৪২৫ কোয়াডকোর প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, সামনে এলইডি ফ্ল্যাশ সমৃদ্ধ ৫ মেগাপিক্সেলের ক্যামেরা ও পেছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা, ফিঙ্গার প্রিন্ট সেন্সর, ৪ হাজার এমএএইচ ব্যাটারি। বাংলাদেশের বাজারে হ্যান্ডসেটটির দাম পড়বে ১৪ হাজার ৯৯০ টাকা। ১৯ হাজার ৯৯০ টাকা দামের মটো ই-ফাইভ প্লাস হ্যান্ডসেটটিতে আছে স্ন্যাপড্রাগন ৪৩০ অক্টাকোর প্রসেসর, ৩ গিগাবাইট র্যাম, ৩২ গিগাবাইট ইন্টারনাল স্পেস, ৫ হাজার এমএএইচ ব্যাটারি, সামনে এলইডি ফ্ল্যাশ সমৃদ্ধ ৫ মেগাপিক্সেলের ক্যামেরা ও পেছনে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সর। এছাড়া দ্রুততার সঙ্গে কাজ করতে সক্ষম, আকর্ষণীয় লাউড স্পিকার ও মনোরম ডিজাইনের এই হ্যান্ডসেটগুলো মোবাইলে বিনোদনের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে। সবগুলো হ্যান্ডসেটের সঙ্গে থাকছে আকর্ষণীয় উপহার (মটোরোলা ব্যাগ, ক্যাপ্ টি-শার্ট/ ব্লুটুথ স্পিকার), ১৫ মাসের ওয়ারেন্টি, ছয় মাসের শূন্য শতাংশ ইএমআই সুবিধা এবং ৩০ দিন মেয়াদি ৪ জিবি ফ্রি ডেটা (২ জিবি রেগুলার ও ২ জিবি ৪.৫জি)। এছাড়া এই হ্যান্ডসেটগুলোর যে কোনো একটি কেনার ৯ মাসের মধ্যে ১০০ টাকার বেশি ডেটা প্যাক কিনলে ১০০ শতাংশ বোনাস ডেটা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) স্পেকট্রাম ম্যানেজমেন্টের ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ, এএফডব্লিউসি, পিএসসি। এ সময় রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ, চিফ ডিজিটাল সার্ভিসেস অফিসার শিহাব আহমেদ এবং স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম, গ্রুপ ডিরেক্টর এমডি জাফর আহমেদ ও ডিরেক্টর শাকিব আরাফাত উপস্থিত ছিলেন। এই হ্যান্ডসেটগুলো রবি’র ই-কমার্স সাইট রবিশপেও পাওয়া যাবে। মটো ডিভাইসের জাতীয় পরিবেশক হিসেবে দেশের বাজারে মটোরোলা ব্র্যান্ডটি নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১