বাংলাদেশের খবর

আপডেট : ২৫ September ২০১৮

দেড় কোটি ডলারের বিনিয়োগ পেল সহজ

দেশীয় রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম সহজ সংগৃহীত ছবি


দেশীয় রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম সহজ দেড় কোটি ডলারের বিদেশি বিনিয়োগ পেয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

সিঙ্গাপুরভিত্তিক গোল্ডেন গেট ভেঞ্চারস এ বিনিয়োগে নেতৃত্ব দিচ্ছে। এ ছাড়া রয়েছে চীনের লিনিয়ার ভেঞ্চার ক্যাপিটাল, ৫০০ স্টার্টআপস এবং সিঙ্গাপুরের বিনিয়োগকারী কহ বুন হো।

২০১৪ সালে অনলাইনে বাস টিকেট বিক্রির মধ্য দিয়ে কার্যক্রম শুরু করে সহজ। এ বছরের জানুয়ারিতে বাইক রাইড শেয়ারিং সেবা চালু করে প্রতিষ্ঠানটি। পরে এতে যুক্ত করা হয়েছে গাড়িও।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মালিহা এম কাদির টেকক্রাঞ্চকে জানিয়েছেন, এক কোটি ৮০ লাখ মানুষের এ শহরে যানবাহন সঙ্কট দূর করতে কাজ করছে সহজ। প্রতি মাসে প্ল্যাটফর্মটি থেকে প্রায় ১০ লাখ রাইড নেওয়া হচ্ছে।

রাইড শেয়ারিং ব্যবসা দ্বিগুণ করতে এ বিনিয়োগ কাজে লাগানো হবে বলেও জানিয়েছেন মালিহা। এর অংশ হিসেবে শিগগিরই ঢাকার বাইরে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

তিনি আরো জানিয়েছেন, পয়েন্ট টু পয়েন্ট পণ্য পরিবহন সেবা এবং আর্থিক সেবা চালুর পরিকল্পনাও রয়েছে তাদের।

এশিয়ার বড় কয়েকটি রাইড শেয়ারিং প্ল্যাটফর্মের মতো দেশের বাইরে কার্যক্রম চালুর পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে এখনই তেমন কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মালিহা এম কাদির। তিনি বলেন, আমি তেমনটিও ভেবেছি। তবে বাংলাদেশে এখনো অনেক কিছু করার আছে।

উবারের বিষয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রভিত্তিক এ প্রতিষ্ঠানটি গাড়ি সেবা দেওয়ার ক্ষেত্রে ভালো করছে। তবে উবার স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসায় পিছিয়ে আছে বলে মনে করেন মালিহা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১