আপডেট : ২৫ September ২০১৮
বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। হেনস্তার পাশাপাশি বর্ণবৈষম্যের শিকারও হয়েছেন তিনি। শিল্পার সামাজিক যোগাযোগমাধ্যমের সূত্রে ধরে এমন খবরই প্রকাশ করেছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, ব্যবসায়িক ও ব্যক্তিগত কাজে অস্ট্রেলিয়ার সিডনি থেকে মেলবোর্ন যাচ্ছিলেন শিল্পা শেঠি। বিমানবন্দরে গ্রাউন্ড স্টাফরা তার সঙ্গে খারাপ ব্যবহার করেন। শুধু হেনস্তা নয়, বর্ণবৈষম্যের শিকারও হতে হয়েছে তাকে। তার ব্যাগের আকার বড় হওয়ার কারণে কেবিন লাগেজে ব্যাগ নেওয়া যাবে না বলে নিষেধ করা হয় তাকে। পরে তিনি সে ব্যাগের একটি ছবি ইনস্টাগ্রামে আপলোড করেছেন। ক্যাপশনে লিখেছেন, ব্যাগ কি এতটাই বড় যে কেবিন লাগেজে নেওয়া যাবে না? ১৯৯৩ সালে ‘বাজিগর’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে বলিউডে পা রাখেন শিল্পা। ২০০০ সালে ‘ধাড়কান’ ও ২০০২ সালে ‘রিস্তে’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন তিনি। ক্যারিয়ারে বিভিন্ন ভাষায় প্রায় ৪০টি ছবিতে অভিনয় করেছেন শিল্পা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১