আপডেট : ২৫ September ২০১৮
দেশে ফেরার পর কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল সোমবার কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন এ তথ্য জানান। সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্তের ব্যাপারে খালেদা কিছুদিন সময় চেয়েছেন বলেও জানান তিনি। নিজ কার্যালয়ে কারা মহাপরিদর্শক সাংবাদিকদের বলেন, ‘আমি খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছি। তার শারীরিক অবস্থা খারাপ নয়, তবে কিছু সমস্যা আছে। তাকে চিকিৎসকরা নিয়মিত থেরাপি দিচ্ছেন। তবে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হবেন কি না- এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে আরো কিছুদিন সময় চেয়েছেন। আবার স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশে আছেন। তিনি দেশে ফিরলে কারাগারে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন।’ তিনি আরো বলেন, ‘জেল কোডের বাইরে আমাদের যাওয়া ঠিক নয়। জেলকোড মেনেই খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হবে এবং হচ্ছে। একই সঙ্গে প্রতিনিয়ত তার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হচ্ছে। কারাগারের ভেতরেও চিকিৎসা চলছে।’ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত হয়ে ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে বন্দি আছেন বিএনপি চেয়ারপারসন। অসুস্থ খালেদাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ইউনাইটেড অথবা এ্যাপোলো হাসপাতালে ভর্তি করানোর ব্যাপারে বিএনপির পক্ষ থেকে সরকারকে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সরকার মেডিকেল বোর্ড গঠন করে। সম্প্রতি মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তির সুপারিশ করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১