আপডেট : ২৪ September ২০১৮
প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী ইব্রাহিম মোহাম্মাদ সলিহর কাছে পরাজয় নিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন। নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী ইব্রাহিম মোহাম্মাদ সলিহ দেশটির প্রেসিডেন্ট আব্দুল্লাহ্ ইয়ামিনকে পরাজিত করেন। সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে ইয়ামিন বলেন, মালদ্বীপের জনগণ যা চায় সেই সিদ্ধান্ত নিয়েছে। গতকালের ফলাফল মেনে নিয়েছি আমি। আজ সকালে ইব্রাহিম মোহামেদ সলিহর সঙ্গে দেখা করেছি আমি, যাকে মালদ্বীপের ভোটাররা তাদের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছে। আমি তাকে অভিনন্দন জানাই। মালদ্বীপের নির্বাচন কমিশন জানিয়েছে, রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে সলিহ ১৬ দশমিক সাত শতাংশ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মালদ্বীভিয়ান ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী সোলিহ নির্বাচনে ১ লাখ ৩৪ হাজার ৬১৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১