আপডেট : ২৪ September ২০১৮
                                
                                         আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে বিখ্যাত কিম কারদাশিয়ান। অভিনয় প্রতিভার জন্য অবশ্য বিখ্যাত নন তিনি। রিয়েলিটি শোয়ে মুখ দেখিয়ে বিখ্যাত। সোশ্যাল সাইটে খোলামেলা ছবি প্রকাশ করে সবার আলোচনায় চলে আসাতে জুড়ি নেই তার। আর এমন একজনের সঙ্গে তুলনায় চলে এলেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার জুনিয়র। এই তুলনা কতটা উপযোগী, তা নির্ধারণ করা না গেলেও এটা যে সংবাদ পাঠকদের কাছে মজার এক খোরাক, সেটা বলে দেওয়াই যায়। উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের এক ম্যাচে ইংলিশ ক্লাব লিভারপুলের কাছে পরাজিত হয় ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ওই হারের পরই ব্রাজিলীয় বিশ্বকাপ দলের অধিনায়ক নেইমারকে কটাক্ষ করেন ইংলিশ মিডফিল্ডার বার্টন। তিনি বলেছেন, ‘আমার মতে নেইমার হলো ফুটবলের কিম কারদাশিয়ান। বিশ্বের সেরা ফুটবলার নয় নেইমার। ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির থেকে পিছিয়ে সে। রাশিয়াতেই সেটা দেখা গেছে।’ কারদাশিয়ানের সঙ্গে নেইমারের তুলনা টেনে বার্টন বলেন, ‘ফুটবল দক্ষতার দিক থেকে বিচার করলে নেইমার অবিশ্বাস্য নয়। বিপণন জগৎ তাকে সেরা বানিয়ে রেখেছে। ঠিক যেমন কারদাশিয়ানকে বানিয়েছে, তেমনটাই।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১