বাংলাদেশের খবর

আপডেট : ২৪ September ২০১৮

শিশু একাডেমিতে সেইবই কিয়স্ক

সেইবই কিয়স্ক সংগৃহীত ছবি


শিশুদের বই পড়ার পরিবেশ তৈরি করে দিতে বাংলাদেশ শিশু একাডেমির লাইব্রেরিতে কিয়স্ক চালু করল বাংলা সাহিত্যের সর্ববৃহৎ অনলাইন ই-বুক স্টোর সেইবই। সম্প্রতি কিয়স্ক উদ্বোধন করেন শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন ও সেইবইয়ের প্রজেক্ট ম্যানেজার শহিদুল ইসলাম।

শিশুদের জন্য প্রতিবছর অসংখ্য ছড়া, কবিতা, গল্প, উপন্যাস এবং মুক্তিযুদ্ধবিষয়ক বই প্রকাশ করে বাংলাদেশ শিশু একাডেমি। এ বইগুলোর ই-বুক ভার্সন এবার অনলাইন ই-বুক স্টোর সেইবই-এ পাওয়া যাচ্ছে। কিয়স্কের মাধ্যমে শিশুরা বই পড়ার নতুন এক প্রযুক্তির সঙ্গে পরিচিত হবে। যেখানে বই পড়ার নতুন আয়োজন হিসেবে মোবাইলে ও ট্যাবে ই-বুক দেখতে, পড়তে ও কিনতে পারবে তারা।

সেইবই অ্যাপে রয়েছে পাঁচ শতাধিক নবীন ও প্রবীণ লেখকের আড়াই সহস্রাধিক বই। লেখক তালিকায় বিখ্যাতদের মধ্যে আছেন হুমায়ূন আহমেদ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সেলিনা হোসেন, সুনীল গঙ্গোপাধ্যায়, মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, রফিক আজাদ, আসাদ চৌধুরী, আনিসুল হক, মোহিত কামাল, বেলাল চৌধুরী, আহমদ রফিকসহ দুই বাংলার জনপ্রিয় আরো অনেকে।

বাংলা সাহিত্যের ডিজিটাইজেশনে নিরলস কাজ করে যাচ্ছে সেইবই। অনলাইন স্টোরের বইগুলো পড়ার জন্য পাঠককে সেইবই রিডার অ্যাপটি তার মোবাইল বা ট্যাব ডিভাইসে ইনস্টল করতে হবে। অ্যানড্রয়েড এবং iOS-নির্ভর স্মার্টফোন এবং ট্যাবলেট ব্যবহারকারী পাঠকরা অ্যাপটি ফ্রি ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন। এই লাইব্রেরি থেকে একজন ইউজার বা পাঠক চার শতাধিক ফ্রি বই ডাউনলোড করার পাশাপাশি পছন্দের অনেক বই সুলভ মূল্যে কিনতে পারবেন। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে পাঠক তার পছন্দের বাংলা বইগুলো সেইবই (Sheiboi Mobile App) অনলাইন স্টোর থেকে সংগ্রহ করে স্মার্টফোন বা ট্যাবলেটে পড়তে পারবেন খুব সহজেই।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১