আপডেট : ২৪ September ২০১৮
শেরপুরের নকলা উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে শেরপুর জেলার ৫ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন। রবিবার (২৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর সভাপতিত্বে রজনীগন্ধা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ নির্বাচন করা হয়। একেএম মাহবুবুল আলম সোহাগ নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতিক নিয়ে গত ২৯ মার্চ ২০১৮ বিপুল ভোটে নকলা উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হন। উল্লেখ্য যে, উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৫ সালে আইন বিষয়ে সম্মান (অনার্স) ও ১৯৯৬ সালে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন। তিনি শেরপুর জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নকলা উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতাকর্মীসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১