আপডেট : ২৪ September ২০১৮
‘দ্য আনওয়ান্টেড টুইন’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন নানজীবা খান। ফয়সাল আনোয়ারের প্রযোজনায় সম্প্রতি সম্পন্ন হয়েছে এটির চিত্রায়ণ। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অ্যানি খান, শিরিন শিলা, রাজু আলিম, সাইফ সাইফুলসহ অনেকে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রসঙ্গে নানজীবা জানান, উঠতি বয়সী কলেজ পড়ুয়া একজন কিশোরীর অতি আবেগপ্রবণ প্রেমের ফলে দুটি পরিচয়হীন যমজ শিশুর জন্ম হয়। দুটি শিশু ও সেই তরুণীর জীবনের পরিণতি দেখা যাবে গল্পে। এই সময়টিতে সমাজের অবহেলার ফল দেখানো হয়েছে এতে। নানজীবা খান বলেন, ‘সামাজিক ও পারিবারিক সচেতনতার কথা চিন্তা করে এটি নির্মাণ করেছি। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। খুব শিগগিরই দর্শকের জন্য এটি অবমুক্ত করা হবে।’ স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রটিতে দেখা যাবে দেশের বিশিষ্ট ব্যক্তিদের। চলচ্চিত্রটির শেষে এ বিষয়ে সচেতনতামূলক কথা বলবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১