আপডেট : ২৪ September ২০১৮
পূবালী ব্যাংক লিমিটেডে জনবল নিয়োগ পূবালী ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইসলামী ব্যাংকিং সেক্টরে সাত পদে ৮৫ জনকে নিয়োগ দেবে ব্যাংকটি। পদটিতে পুরুষ ও নারী উভয়েই আবেদন করতে পারবেন। পদের নাম ও সংখ্যা ইসলামিক ব্যাংকিং শাখা (হেড অফিস) ডিভিশন হেড ইন দ্য র্যাঙ্ক অব জেনারেল ম্যানেজার-০১টি ডেপুটি জেনারেল ম্যানেজার-০১টি অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার-০৩টি ইনভেস্টমেন্ট অফিসার-০৫টি ইসলামিক ব্যাংকিং উইনডোজ উইনডো ইনচার্জ-১৫টি অফিসিয়াল ফর ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট-৩০টি অফিসিয়াল ফর জেনারেল ব্যাংকিং ডিপার্টমেন্ট-৩০টি কর্মস্থল : ঢাকা আবেদন প্রক্রিয়া : আবেদনের নিয়ম, যোগ্যতা এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন। অথবা পূবালী ব্যাংক www.pubalibangla.com ওয়েবসাইটে দেখতে পারেন। আবেদনের শেষ তারিখ : ১৮ অক্টোবর ২০১৮ ১০ জনকে নিয়োগ দেবে নাভানা ফার্নিচার নাভানা ফার্নিচার জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘এএসও’ পদে ১০ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। পদটিতে শুধু পুরুষ প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। পদের নাম এএসও-ডিলার সেলস শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। এফএমসিজি সেলস এবং মার্কেটিংয়ে দক্ষতাসম্পন্ন হতে হবে। এ ছাড়া ভালো মার্কেটিং পরিকল্পনা ও ভালো যোগাযোগ ক্ষমতা থাকতে হবে। সর্বোচ্চ চার বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক। আবেদনকারীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। নির্বাচিতদের বাংলাদেশের বিভিন্ন জেলায় নিয়োগ দেওয়া হবে। বেতন : ১২,০০০-১৮,০০০ টাকা আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা নাভানা ফার্নিচার ওয়েবসাইটে career@navanafurniture.com তাদের সিভি পাঠাতে পারবেন। আবেদনের শেষ তারিখ : ১৫ অক্টোবর, ২০১৮ ৪৩ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সহকারী পরিচালক (পরিসংখ্যান) পদে এই নিয়োগ দেওয়া হবে। মোট ৪৩ জনকে ওই পদে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, পরিসংখ্যান অথবা ফলিত পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরবর্তী শিক্ষাজীবনে দুটিতে প্রথম বিভাগ থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না। মুক্তিযোদ্ধা, শহীদ সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সব প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা, শহীদ সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বেতন জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ওই পদে বেতন দেওয়া হবে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ অক্টোবর ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। ২১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘ইনফো-সরকার ৩য় পর্যায়’ শীর্ষক প্রকল্পে এই নিয়োগ দেওয়া হবে। তবে প্রকল্প চলাকালীন সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ দেবে বিসিসি। দুটি পদে মোট ২১ জনকে নিয়োগ দেওয়া হবে। পদের নাম সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার/সহকারী মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার যোগ্যতা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, আইসিটি সমমানের বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস থাকতে হবে। ওই পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়াও হিসাবরক্ষক পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এই পদের জন্য হিসাব বিজ্ঞান বা আইসিএমএ থেকে পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া https://erecruitment.bcc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা আগামী ১০ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১