বাংলাদেশের খবর

আপডেট : ২৩ September ২০১৮

বিসিবির প্রধান নির্বাচক নান্নুর বাসায় চু্রি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সংগৃহীত ছবি


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর মোহাম্মদপুরের বাসায় চুরি হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছে,  গতকাল শনিবার রাত ৯টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে নবোদয় হাউজিংয়ে নান্নুর বাসা দেখতে যান তার এক স্বজন। এ সময় তিনি বাসার প্রধান দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে তিনি আশপাশের কয়েকজনকে নিয়ে দরজা ভেঙে বাড়িতে ঢুকে ঘরের সব জিনিসপত্র এলোমেলো এবং জানালার গ্রিল কাটা অবস্থায় দেখতে পান। খবর পেয়ে রাতে আদাবর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

চুরির খবর পেয়ে রোববার সকালে শারজাহ থেকে দেশে ফিরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই সাবেক অধিনায়ক। নান্নু বলেন, ‘খবরটা শুনে আমি সকালেই ঢাকায় এসেছি। বাসায় গিয়ে দেখি, সবকিছু নিয়ে গেছে। বাসার সবকিছু ওলটপালট। ঘরে কোনো জিনিস রাখে নাই। টাকা-পয়সা, অলংকার যা ছিল, সব নিয়ে গেছে। কিছুই নেই ঘরে। এখনো সবকিছু জানিও না। হিসাব করে দেখতে হবে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বলেন, ‘উনারা কেউ বাসায় ছিলেন না। কয়েক দিন ধরেই বাসাটি খালি ছিল। গত রাতে গ্রিল কেটে চোর ঢুকে যা কিছু ছিল নিয়ে গেছে। এ বিষয়ে থানা পুলিশ উনাদের অভিযোগ গ্রহণ করেছে।’ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১