বাংলাদেশের খবর

আপডেট : ২৩ September ২০১৮

কলকাতার ছবিতে কোনাল

সঙ্গীতশিল্পী সোমনুর মনির কোনাল সংগৃহীত ছবি


এবার কলকাতার ছবিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের পরিচিত মুখ সোমনুর মনির কোনাল। কলকাতার ছবি হলেও এটি নির্মাণ করবেন বাংলাদেশের পরিচালক মিনহাজুল ইসলাম অভি। ছবির নাম ‘হূদয়ের গহীনে’। ছবিটিতে একটি গানে কণ্ঠ দিয়েছেন কোনাল।

‘দরদিয়া মন’ শিরোনামের গানটির কথা লিখেছেন অনুরুপ আইচ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

এ প্রসঙ্গে কোনাল বলেন, ‘প্রথমবার নিজ দেশের বাইরের ছবিতে গান করলেও কণ্ঠ দেওয়ার সময় মাথায় আসেনি এটি। গানটির সঙ্গীত পরিচালক আমাকে যেভাবে বলেছেন সেভাবেই গেয়েছি। চেষ্টা ছিল গানের কথাগুলোর ইমোশন ফুটিয়ে তোলার। আমার মনে হয় আমি পেরেছি। পাহাড়ি ধাঁচের এ গানটির কথা ও শব্দ চয়ন একেবারে অন্যরকম। গানটি সবার পছন্দ হবে আশা করি।’

এদিকে দেশি ছবির প্লেব্যাক নিয়ে ব্যস্ত সময় পার করছেন কোনাল। সম্প্রতি তিনি কণ্ঠ দিয়েছেন ‘যদি একদিন’ ছবির ‘পারব না আমি তোমার হতে’, ‘ক্যাপ্টেন খান’ ছবির ‘এমন করে কেন তাকাও’, ‘জান্নাত’ ছবির ‘খুব বলতে ইচ্ছে হয়’সহ কয়েকটি গানে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১