বাংলাদেশের খবর

আপডেট : ২২ September ২০১৮

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের অবরোধ বিক্ষোভ

নারায়ণগঞ্জের মানচিত্র সংগৃহীত ছবি


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের সোয়াদ ফ্যাশন কারখানার শ্রমিকেরা বেতন-বোনাস পরিশোধ ও কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেছে।

আজ শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টায় পর্যন্ত ইপিজেড এলাকার প্রধান ফটকের সামনে শ্রমিকেরা নারায়ণঞ্জ-আদমজী ইপিজেড-ডেমরা সড়ক অবরোধ করে ও বিক্ষোভ প্রদর্শন করে।

বিক্ষোভে অংশ নেওয়া পোশাক শ্রমিকদের অভিযোগ, সোয়াদ ফ্যাশনে সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করছে। ৫-৬ মাস ধরে ঠিকমতো বেতন পরিশোধ করছে না কারাখানা কর্তৃপক্ষ।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, কারখানাটি অন্য মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। শ্রমিকেরা চলতি মাসের বেতনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করছে। শ্রমিকদের পাওনার বিষয়ে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১