আপডেট : ২২ September ২০১৮
যশোর শহরের শংকপুর বাবলাতলা হ্যাচারী এলাকায় দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্ধুক যুদ্ধে শহিদুল ইসলাম তপন (৪৫) ওরফে ট্যারা তপন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত তপন রায়পাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এঘটনা ঘটে। নিহত তপন মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যশোর কোতোয়ালী থানার ওসি অপূর্ব হাসান নিহতের মৃত্যের সত্যতা নিশ্চিত করেন। ওসি অপূর্ব হাসান জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কোতয়ালী থানা পুলিশ খবর পায় শহরতলীর শংকরপুর বাবলাতলা হ্যাচারি এলাকায় গোলাগুলি চলছে। পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে অজ্ঞাত একজনের গুলিবিদ্ধ লাশ এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা তাকে মাদক ব্যবসায়ী ট্যারা তপন বলে সনাক্ত করে। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, তপনের বিরুদ্ধ যশোর কোতোয়ালী থানায় মাদকের মামলাসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা রয়েছে। এছাড়া বন্দুকযুদ্ধের ঘটনায় মামলার দায়ের করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১