আপডেট : ২২ September ২০১৮
বরগুনা পৌরসভার পিটিআই এলাকা থেকে মাদক ব্যবসায়ী অভি তালুকদারকে গ্রেফতার করেছে পলিশ। শুক্রবার রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছে ৩০ পিস ইয়াবা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে আটককৃত অভি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ছিল। বরগুনা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক ওবায়দুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদরের পিটিআই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় অভি তালুকদার মটর সাইকেলযোগে আসার সময় সন্দেহবশতঃ অভি তালুকদারের দেহ তল্লাশী করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত অভি তালুকদার বরগুনা পৌরসভার বালিকা বিদ্যালয় সড়কের গোবিন্দ তালুকদারের পুত্র। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাসুদুজ জামান জানিয়েছেন, অভি তালুকদারের নামে আরো দুটি মামলার ওয়ারেন্ট রয়েছে, সে দীর্ঘদিন পলাতক ছিল। তাকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১