বাংলাদেশের খবর

আপডেট : ২২ September ২০১৮

বাংলাদেশ-ভারত সুসম্পর্ক চিরকাল অটুট থাকবে : হর্ষ বর্ধন শ্রিংলা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা আউটশাহী ইউনিয়নের শিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়য়ের ’সাধনা দত্ত একাডেমিক ভবন’ উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা ছবি : বাংলাদেশর খবর


বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক চিরকাল অটুট থাকবে। অতিতেও সম্পর্ক ভাল ছিল এখন আছে এবং ভকিসৎ ও সুসম্পর্ক থাকবে। দু দেশেরে ভাল সময় এবং মন্দ সময় উভয় উভয়ের পাশে থাকতে পারে সে সেটাই আমাদের কাম্য।

শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা আউটশাহী ইউনিয়নের শিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়য়ের ’সাধনা দত্ত একাডেমিক ভবন’ উদ্বোধন ও আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। এসময় হাইকমিশনার বলেন, বাংলাদেশে শিক্ষার প্রশার আরো বেগবান হোক।

এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ,টঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী অফিসার হাসিনা বেগম,মধ্যপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আ: করিম, আউটশাহী ইউনিয়নের চেয়ারম্যান লিটন মাঝি, টঙ্গিবাড়ি উপজেলার ভাইস চেয়াম্যান এমিলি পারভীন প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১