আপডেট : ২২ September ২০১৮
সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানার কটাল পুর মাঝ পাড়া গ্রামে পানিতে ডুবে মাহবুবা(৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে বাড়ীর পাশের রত্না নদীতে ডুবে তার মৃত্যু হয়। মাহবুবা(৭) রাজনগর থানার কালামোহর গ্রামের মুজিবুর রহমানের মেয়ে। মাহবুবার নানার বাড়ী ফেঞ্চুগঞ্জ থানার কটালপুর মাঝপাড়া গ্রামে। শিশুটির খালাতো ভাই আব্দুল আজীজ খছরু জানান, মাহবুবা শুক্রবার দুপুরে তারা মা-বাবার সাথে নানার বাড়ীতে বেড়াতে আসে। বেড়াতে এসে নানা বাড়ীর পাশে রত্না নদীর পাড়ে এসে খেলতে গিয়ে নদীতে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১