বাংলাদেশের খবর

আপডেট : ২০ September ২০১৮

মাধবপুরে অপহৃত স্কুল ছাত্র নিলয় ৩৪ দিনেও উদ্ধার হয়নি

অপহৃত তৃতীয় শ্রেণির ছাত্র নিশাদ রহমান নিলয় সংগৃহীত ছবি


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর গরু বাজার থেকে অপহৃত তৃতীয় শ্রেণির ছাত্র নিশাদ রহমান নিলয় ৩৪ দিনেও উদ্ধার হয়নি। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে র‌্যাব ও পুলিশ তিনজনকে আটক করেছে।

এর আগে শ্রীমঙ্গল র‌্যাব-৯ নিশাদ রহমান নিলয় অপহরণের সঙ্গে জড়িত থাকার দায়ে ২ যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

গত ১৭ই আগষ্ট বিকেলে উপজেলার ধর্মঘর গ্রামের প্রবাসী মশিউর রহমানের ছেলে স্থানীয় গরু বাজার থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় তার পিতা মশিউর রহমান অজ্ঞাত অপহরণকারী চক্রের বিরুদ্ধে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই লিটন ঘোস জানান, নিলয়কে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১