আপডেট : ২০ September ২০১৮
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর গরু বাজার থেকে অপহৃত তৃতীয় শ্রেণির ছাত্র নিশাদ রহমান নিলয় ৩৪ দিনেও উদ্ধার হয়নি। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে র্যাব ও পুলিশ তিনজনকে আটক করেছে। এর আগে শ্রীমঙ্গল র্যাব-৯ নিশাদ রহমান নিলয় অপহরণের সঙ্গে জড়িত থাকার দায়ে ২ যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। গত ১৭ই আগষ্ট বিকেলে উপজেলার ধর্মঘর গ্রামের প্রবাসী মশিউর রহমানের ছেলে স্থানীয় গরু বাজার থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় তার পিতা মশিউর রহমান অজ্ঞাত অপহরণকারী চক্রের বিরুদ্ধে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই লিটন ঘোস জানান, নিলয়কে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১