বাংলাদেশের খবর

আপডেট : ২০ September ২০১৮

জুডো বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধি পীরগঞ্জের আবু কালাম আজাদ

জুডো বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধি পীরগঞ্জের আবু কালাম আজাদ ছবি: বাংলাদেশের খবর


আজারবাইজানে রাজধানী বাকুতে অনুষ্ঠিত হবে জুডো বিশ্বকাপ। এই আসরে অংশ নিচ্ছে বিশ্বের ১২৫টি দেশ। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন পীরগঞ্জের আবু কালাম আজাদ।

আবু কালাম আজাদ রংপুর জেলার পীরগঞ্জের কুমেদপুর ই্উনিয়নের প্রত্যন্ত গ্রাম মিঠারপাড়ার মণ্ডল পরিবারে জন্ম গ্রহন করেন। বাবা সমাজসেবক মো. কাইয়ুম উদ্দিন মণ্ডল ও মাতা মোছা. সাহেরা বেগমের ৪ সন্তান (২ ছেলে, ২ মেয়ে) এর মধ্যে জ্যেষ্ঠ সন্তান আবু কালাম আজাদ ২০০৫ সালে এস এস সি (গুর্জ্জি পাড়া কে,পি উচ্চ বিদ্যালয়) পাস করে। ২০০৬ সালে চাকরি যোগদান করে পড়াশোনা বাদ দিয়েছিল, পরে আবার রংপুর বিএম কলেজ থেকে ২০১৫ সালে এইচ এস সি পাস করে। এখন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়া লেখা করছেন।

আবু কালাম আজাদ ২০০৬ সালে বিডিআর তথা বিজিবিতে যোগদান করেন। ২০০৭ সালে সর্বপ্রথম জুডো টিমে অংশগ্রহণ করেন। সেখানে বাহিনীর খেলোয়াড়দের মধ্যে প্রথমস্থান অর্জন করেন। তিনি ২৯ তম জুডো প্রতিযোগিতায় ২০০৯ সালে তাম্র পদক অর্জন করেন। ৩য় ইনডোর বাংলাদেশ বাংলা গেমস কলকাতায় ২০১০ সালে তাম্র পদক অর্জন করেন। পরবর্তীতে ৩০ তম জুডো প্রতিযোগিতায় ২০১০ সালে রৌপ্য পদক অর্জন করেন। বাংলাদেশ গেমস ২০১৩ সালে এককভাবে স্বর্ণ পদক অর্জন করেন। এছাড়াও ওয়ালট ফাস্ট কাপ ২০১৫ সালে স্বর্ণপদক অর্জন করেন। জাতীয় বিজয় দিবস কাপ ২০১৫ সালে রৌপ্য পদক অর্জন করেন।

৩৩তম জাতীয় জুডো প্রতিযোগিতায় ব্যক্তিগত স্বর্ণপদক অর্জন করে বাহিনীর পতাকা উজ্জ্বল করেন, ৩৪তম জাতীয় জুডো প্রতিযোগিতায় ২য় বারের মত স্বর্ণপদক অর্জন করেন। নেপানের কাঠমুন্ডুর ললিতপুরে ২০১৮ সালে মার্চে ৮ম সাউথ এশিয়ান সিনিয়র জুডো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রৌপ্য পদক অর্জন করে বিদেশের মাটিতে দেশে পতাকা উত্তোলন করার গৌরব অর্জন করেন। ২০১৮ সালে জুডো বিশ্বকাপে ভাল কিছু করবেন এজন্য পীরগঞ্জসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এবারের বিশ্বকাপে ৭৫৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। যার মধ্যে পুরুষ ৪৬০ জন ও নারী ২৯৮ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১