বাংলাদেশের খবর

আপডেট : ২০ September ২০১৮

৮০ ডলারের কাছাকাছি তেলের আন্তর্জাতিক দর


ইরানের ওপর আমেরিকান নিষেধাজ্ঞা কার্যকর হলে যে সরবরাহ ঘাটতি তৈরি হবে তা পূরণে ব্যর্থ হবে উৎপাদক দেশগুলো। এ আশঙ্কায় গতকাল আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম পৌঁছে যায় ৮০ ডলারের কাছাকাছি।

সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ফিউচার মার্কেটে এদিন প্রতি ব্যারেল ব্রেন্টে দাম গত মঙ্গলবারের চেয়ে ২ শতাংশ বেড়ে বিক্রি হয় ৭৯ ডলার শূন্য ৫ সেন্টে। মঙ্গলবার পণ্যটির দাম বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ। এছাড়া বুধবার ওয়েস্ট টেক্সাই ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১৫ সেন্ট বেড়ে ঠেকে ৭০ ডলারে। ৫ সেপ্টেম্বর প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, প্রতি ব্যারেল তেলের দাম ৭০-৮০ ডলারের মধ্যে রাখতে চায় সৌদি আরব। অরগানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক) ও রাশিয়াসহ অন্যান্য উৎপাদক দেশের প্রতিনিধিরা ২৩ সেপ্টেম্বর বৈঠকে বসছেন। আলজেরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে আলোচনা হবে ইরানের অনুপস্থিতিতে তেল সরবরাহ ঠিক রাখার বিষয়টি নিয়ে। ৪ নভেম্বর থেকে ইরানের তেল রফতানিতে যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর হবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১