আপডেট : ২০ September ২০১৮
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির হ্যাটট্রিকে চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা করেছে বার্সেলোনা। মঙ্গলবার ক্যাম্প ন্যুতে ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়েছে বার্সা। ম্যাচের অপর গোলটি করেছেন ওসমান ডেম্বেলে। ঘরের মাঠে ম্যাচের শুরুতে নিজেদের খুব একটা মেলে ধরতে পারেনি কাতালান জায়ান্টরা। ৩১ মিনিটে ট্রেডমার্ক ফ্রি-কিক থেকে মেসি ডেডলক ভাঙেন। কিন্তু তারপর নিজেদের দ্বিতীয় গোল পেতে ৭৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে স্বাগতিকদের। ওসমান ডেম্বেলের দুর্দান্ত এক শটে ব্যবধান দ্বিগুণ করে বার্সা। এরপর ৭৭ ও ৮৭ মিনিটে পরপর দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন মেসি। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এটি তার রেকর্ড অষ্টম হ্যাটট্রিক। তবে ৭৯ মিনিটে স্যামুয়েল উমতিতির দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ত্যাগ স্বাগতিক দর্শকদের কিছুটা হলেও হতাশ করেছে। এই লাল কার্ডের কারণে আগামী মাসে টটেনহ্যামের বিপক্ষে ওয়েম্বলি সফরে খেলতে পারবেন না এই ফ্রেঞ্চ ডিফেন্ডার। ১০ জন নিয়ে খেলেও শেষ পর্যন্ত মেসির আরেকটি গোলে ৪-০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। ডেম্বেলের গোলটি যেকোনো ম্যাচের ফলাফলের জন্য যথেষ্ট ছিল, কিন্তু মঙ্গলবারের রাতটা ছিল শুধুই মেসিময়। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে হতাশাজনক পারফরম্যান্সের পর বার্সেলোনার বর্তমান অধিনায়ক হিসেবে মেসি আবারো নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করেছেন। ইতোমধ্যেই লা লিগায় চার গোল, সব মিলিয়ে সাত গোল মেসিকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। মেসি ছাড়া দলের অন্যরাও ধারাবাহিক পারফরম্যান্সই দেখিয়েছেন। ম্যাচে ফিলিপে কুতিনহো নিজেকে প্রমাণ করেছেন, ডেম্বেলে তার জায়গা ও একই সঙ্গে ছন্দ ফিরে পেয়েছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জয় বার্সেলোনাকে সামনে এগিয়ে যেতে সহায়তা করবে। দ্বিতীয়ার্ধের শুরুতেই পিএসভি কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল। বার্সাও ছিল আক্রমণে। সুয়ারেজের দারুণ একটি চিপ পিএসভি গোলরক্ষক জেরোয়েন জোয়েটকে পরাস্ত করলেও ক্রসবার দিয়ে বাইরে চলে যায়। পিএসভির হারভিং লোজানোর জোরালো একটি শট জেরার্ড পিকে রুখে দেন। বার্সার শেষ তিনটি গোল এসেছে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে। পিএসভির দুজন মিডফিল্ডারকে পেছনে ফেলে ডেম্বেলে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ইভান রাকিটিচের লব থেকে মেসি নিজের দ্বিতীয় ও সুয়ারেজের সহায়তায় তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূরণ করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১