আপডেট : ২০ September ২০১৮
প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ২৫০ উইকেট প্রাপ্তির হাতছানি ক্যাপ্টেন মাশরাফির সামনে। নতুন এই মাইলফলক স্পর্শ করতে মাশরাফির দরকার মাত্র তিন উইকেট। আজ আফগানিস্তানের সঙ্গে তিন উইকেট পেলেই ম্যাশের ক্যারিয়ারে যোগ হবে নতুন অধ্যায়। তবে এমন কীর্তির সামনে দাঁড়িয়ে খুব একটা উচ্ছ্বসিত নন মাশরাফি, ‘২৫০ নিয়ে বাড়তি কোনো উচ্ছ্বাস নেই। প্রতিটা বোলারের জন্য এ ধরনের মাইলফলক আসে। ১০০ উইকেট নিয়ে আমার তেমন কিছু হয়নি, ২০০ নিয়েও ছিল না। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিটা ম্যাচ খেলা, অবদান রাখা। কালকের ম্যাচ ইনশাল্লাহ ঠিকমতো খেললে আমি জয়ের জন্য অবদান রাখতে চাই। এটাই আমার মূল লক্ষ্য।’ ওয়ানডেতে মাশরাফির উইকেট সর্বোচ্চ ২৪৬। ২৩৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব আল হাসান। তৃতীয় স্থানে আছেন দলের বাইরে থাকা আবদুর রাজ্জাক (২০৭)। দুশর ওপরে এই তিনজনই রয়েছেন। চতুর্থ স্থানে থাকা মোহাম্মদ রফিকের উইকেট ১১৯।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১