বাংলাদেশের খবর

আপডেট : ২০ September ২০১৮

২০ লাখ টাকা পেলেন আফজাল শরীফ

অভিনেতা আফজাল শরীফ সংগৃহীত ছবি


উন্নত চিকিৎসার জন্য অভিনেতা আফজাল শরীফকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আফজাল শরীফের হাতে চেক তুলে দেন তিনি।

অনুদান পাওয়ার পর আফজাল শরীফ বলেন, ‘দুপুর ১২টার দিকে আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাই। এক নজর দেখেই প্রধানমন্ত্রী আমাকে চিনে ফেলেন। তিনি আমার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না।’

দীর্ঘদিন ধরেই মেরুদণ্ড, কোমর ও হাড়ের ব্যথায় ভুগছিলেন আফজাল শরীফ। নিয়মিত থেরাপি নিচ্ছিলেন। কিন্তু কিছুদিন পর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে তার। এর আগে ১৩ সেপ্টেম্বর শিল্পী ঐক্য জোটের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং নাট্যনির্মাতা জিএম সৈকতের সহযোগিতায় চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করেন আফজাল শরীফ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১