বাংলাদেশের খবর

আপডেট : ১৯ September ২০১৮

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহার আর নেই

মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আ ক ম রইসুল হক বাহার সংগৃহীত ছবি


চট্টগ্রামের মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আ ক ম রইসুল হক বাহার আর নেই। গত মঙ্গলবার রাত ১১টায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হলে রইসুল হককে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে।

বুধবার বেলা ১১টায় রইসুল হকের মরদেহ চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আনা হয়। সেখানে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাকে শ্রদ্ধা জানান। দুপুর ১টার দিকে মরদেহ চট্টগ্রাম বন্দরে নেওয়া হয়। সেখানে মুক্তিযোদ্ধা হিসেবে তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। সেখানে জানাজা শেষে তাকে বন্দর কবরস্থানে দাফন করা হয়।

আ ক ম রইসুল হক বাহার ছিলেন চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের হিসাব শাখার উর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। এরপর শুরু করেন সাংবাদিকতা। ১৯৭২ সালে তিসি দৈনিক সেবক পত্রিকার রিপোর্টার হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন রইসুল বাহার। ডেইলি স্টার পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান ছিলেন। কাজ করেছেন চট্টগ্রামের স্থানীয় দৈনিক পূর্বকোণ ও সুপ্রভাত বাংলাদেশ পত্রিকায়। সর্বশেষ তিনি দৈনিক পূর্বকোণের সহযোগী সম্পাদকের দায়িত্ব পালন করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১