আপডেট : ১৯ September ২০১৮
দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের প্রথম ম্যাচে হাতের কব্জিতে আঘাত পাওয়া বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবালের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার দুপুরে তামিমের শারীরিক অবস্থা জানতে তাকে ফোন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করেছেন। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করার সময় বাম হাতের কব্জিতে চোট পান ওপেনার তামিম ইকবাল। ব্যান্ডেজ করা হাত নিয়েই দলের প্রয়োজনে ঝুঁকি নিয়ে খেলতে নামেন। এরপর পেসার সুরঙ্গা লাকমালকে এক বল মোকাবেলাও করেন তিনি। তামিমের এই সাহসীকতার দারুণ প্রশংসিত হয় দেশে-বিদেশে। তামিম ইকবালকে ফোন করে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা দেশের সম্পদ। বহির্বিশ্বে দেশের মুখ দিন দিন উজ্জ্বল করছো। নিজেদের শরীরের প্রতিও যত্ন নিতে হবে। খেলায় হার-জিত থাকবেই।’ ওইদিনের ম্যাচে সাহসী ভূমিকার জন্য তামিমকে ধন্যবাদ জানান তিনি। তামিম ইকবালকে প্রয়োজনে বিদেশে গিয়ে চিকিৎসা করানোর জন্য বলেন প্রধানমন্ত্রী। কুণ্ঠাবোধ না করে যেকোনো বিষয় তাঁকে জানানোর কথাও বলেন প্রধানমন্ত্রী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১