আপডেট : ১৯ September ২০১৮
সমাজকর্মী, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক এবং অনলাইন এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম ইউটিউবের বেশ কয়েকজন জনপ্রিয় এবং পরিচিত মানুষকে নিয়ে কমিউনিটি সেফটি অ্যাওয়ার্নেস শীর্ষক কর্মশালা আয়োজন করেছিল জাতীয় জরুরি সেবা ৯৯৯। মঙ্গলবার রাজধানীর ওসমান গণি রোডে অবস্থিত কেন্দ্রীয় নির্দেশনা এবং নিয়ন্ত্রণ ভবনে ৯৯৯’র কনফারেন্স রুমে ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশনের (ক্রাফ) সার্বিক সহযোগিতায় এই কর্মশালাটি আয়োজন করা হয়। কর্মশালার মূল লক্ষ্য ছিল এই জনপ্রিয় ব্যক্তিদের মাঝে ৯৯৯ সম্পর্কে কিছু সতর্কবার্তা পৌঁছে দেওয়া এবং তাদের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর কাছে জাতীয় জরুরি সেবা ৯৯৯’র সেবা সম্পর্কে তথ্য পৌঁছানো ও সচেতনতা গড়ে তোলা। এতে করে সাধারণ মানুষ যেন জরুরি সেবার ব্যবহার এবং প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারে। ৯৯৯-এর দায়িত্বরত পুলিশ সুপার তবারক উল্লাহর সভাপতিত্বে কর্মশালায় ৯৯৯’র কার্যক্রম ও সাইবার অপরাধ এবং এর থেকে পরিত্রাণের বিভিন্ন উপায় নিয়ে কথা বলেন ক্রাফের সভাপতি জেনিফার আলম, ক্রাফের এক্সিকিউটিভ আইটি অ্যানালিস্ট সিয়াম বিন শওকত এবং ৯৯৯’র প্রশিক্ষক এনএম অনিক খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরিফ আর হোসাইন, সোলাইমান সুখন, অভিনেত্রী সোহানা সাবা, কার্টুনিস্ট মোর্শেদ মিশু, ইউটিউবার তামিম মৃধা, সৌমিক আহমেদ, জাকি জারিফ আবদুল্লাহ, পরিবর্তন চাই-এর সহপ্রতিষ্ঠাতা দিদারুল ইসলাম ভূইয়া, মাস্তল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী রিয়াজ রহমানসহ অনেকে। এ সময় আরো উপস্থিত ছিলেন ৯৯৯’র আইটিবিষয়ক প্রশিক্ষক ইশরাক হাসান নাবিল, ক্রাফের টেকনো লিগ্যাল অ্যাডভাইজার সাইমুম রেজা পিয়াস, ক্রাফের উপদেষ্টা ও বিমানকর্মী কাজী আশরাফ কাদের হ্যাপী, ক্রাফের লিগ্যাল অ্যাডভাইজার মাহফুজ কবির, ক্রাফের এক্সিকিউটিভ আ্য্যডমিন আয়েশা সিদ্দিকাসহ ক্রাফ এবং ৯৯৯’র অন্যান্য কর্মকর্তা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১