বাংলাদেশের খবর

আপডেট : ১৯ September ২০১৮

২১ আগস্ট গ্রেনেড হামলা

দায়ীদের সর্বোচ্চ শাস্তি চান আহতরা

২১ আগস্ট গ্রেনেড হামলা সংরক্ষিত ছবি


২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আগামী ১০ অক্টোবর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন আদালত। এ রায়ে আদালতের কাছে দায়ীদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেছেন সেদিনের বর্বর হামলায় আহতরা। তাদের চাওয়া, এ হামলার সঙ্গে জড়িতদের মৃত্যুদণ্ড। বিচারের ক্ষেত্রে হামলাকারী ও হামলার নেপথ্যনায়কদের বয়স ও সামাজিক মর্যাদা যেন বিচেনায় নেওয়া না হয় সে প্রত্যাশাও করেছেন আহতরা।

তারা বলেন, ভয়াবহ গ্রেনেড হামলার পর ‘জজ মিয়া’ নাটক সাজানো হয়েছিল মূল আসামিদের আড়াল করতে। জজ মিয়া নাটক যারা সাজিয়েছিলেন তাদেরও শাস্তি দাবি করেছেন আহতরা। যিনি বা যারা দোষী প্রমাণিত হবেন আদালতে, তার বা তাদের যেন অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হয়।

২০০৪ সালের ২১ আগস্টে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় বর্বরোচিত গ্রেনেড হামলায় আহত হয়েছিলেন আজকের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ। তিনি গতরাতে মোবাইল ফোনে বাংলাদেশের খবরকে বলেন, ‘নৃশংস ওই হামলার পরিকল্পনায় যারা ছিলেন, যারা বাস্তবায়ন করেছেন, সবার সর্বোচ্চ শাস্তির দাবি করছি। বয়স ও সামাজিক মর্যাদা যেন এক্ষেত্রে কোনো অন্তরায় না হয়।’ ২১ আগস্টে আহত ও মামলার সাক্ষী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব এ প্রসঙ্গে বলেন, ‘আদালতের কাছে আমার প্রত্যাশা, যেন সর্বোচ্চ শাস্তি হয়। অপরাধী যেই হোক, এমন বর্বরোচিত হত্যাকাণ্ড এবং জাতির জনকের কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার ষড়যন্ত্রে ফাঁসির রায় প্রত্যাশা করি। জজ মিয়া নাটক সাজিয়ে বিচারের নামে যারা মূল আসামিদের আড়াল করার চেষ্টা করেছিলেন, তাদেরও শাস্তি দাবি করছি।’

গ্রেনেড হামলায় আহত ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ যুগ্ম-সম্পাদক এম মিজানুর রহমান খান বলেন, ‘আদালতের কাছে আমার প্রত্যাশা, যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।’

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১