আপডেট : ১৮ September ২০১৮
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বেঁধে দেওয়া শর্তানুযায়ী মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের মালিকানাধীন ২০ শতাংশ শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছে টাওয়ার ব্যবসায়ী প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ। জানা যায়, বিটিআরসির শর্তানুযায়ী লাইসেন্সপ্রাপ্ত টাওয়ার কোম্পানিগুলোতে কোনো মোবাইল অপারেটর কোম্পানি অংশীদার হিসেবে থাকতে পারবে না। আর সেই শর্ত মানতেই রবিকে তার শেয়ার ফিরিয়ে দিয়েছে ইডটকো। আর এই শেয়ার হস্তান্তরের মাধ্যমে নিজস্ব গ্রুপের একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে পরিণত হলো ইডটকো। এতে করে টাওয়ার লাইসেন্স পাওয়ার পথে আরো এগিয়ে গেল প্রতিষ্ঠানটি। এই বিষয়ে সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রাহুল চৌধুরি বলেন, আমরা শেয়ার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে রবি এবং অন্যান্য স্থানীয় অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করছি। নির্দিষ্ট সময়ের ভেতরে সমস্ত শর্তাবলি পূরণে আমরা আশাবাদী। পূর্ণাঙ্গ লাইসেন্সপ্রাপ্তির মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ শিল্পকে সেবা দেওয়ার জন্য ইডটকো প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে লাইসেন্সের জন্য কমিশনের কাছে আবেদনকৃত আট প্রতিষ্ঠানের মধ্যে গত আগস্টে বিটিআরসি কর্তৃক ৪ প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়নকৃত ওই ৪ প্রতিষ্ঠানের মধ্যে যোগ্যতাক্রমে প্রথম হয় ইডটকো বাংলাদেশ। প্রসঙ্গত, বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, পাকিস্তান, মিয়ানমার, কম্বোডিয়া এবং মালয়েশিয়াতেও টাওয়ার ব্যবসা করছে প্রতিষ্ঠানটি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১