আপডেট : ১৮ September ২০১৮
অল্প সময়েই স্মার্টফোন বাজারে সাড়া ফেলার পর এবার স্মার্টটিভি তৈরিতে মনোযোগ দিয়েছে ওয়ান প্লাস। ২০১৯ সালের মধ্যেই স্মার্টটিভি বাজারে ছাড়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ওয়ান প্লাসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পিট লাউ। বিজনেস ইনসাইডারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এসব স্মার্টটিভিতে ডিজাইনের পাশাপাশি শব্দ ও ছবির কোয়ালিটির দিকে বিশেষ নজর দেওয়া হবে। তিনি বলেন, ‘বর্তমানে যেসব টিভি বাজারে রয়েছে, কার্যকারিতার দিক থেকে সেগুলো এখনো প্রচলিত ধারা থেকে বের হতে পারেনি। এছাড়া এসব টিভিতে ইন্টারনেটও সেভাবে যুক্ত করা হয়নি, ফলে বর্তমান সময়ে এসে একজন ব্যবহারকারী যেমনটা প্রত্যাশা করেন তেমনটা পাচ্ছেন না।’ পিট জানান, ওয়ান প্লাস টিভিতে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন ফিচার। এছাড়া স্মার্টফোনের সঙ্গে যুক্ত হওয়ার সুবিধাও থাকবে এ টিভিতে। তবে এ টিভিতে অ্যালেক্সা বা গুগল অ্যাসিস্ট্যান্টের মতো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকবে কি না সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। কী ধরনের স্পেসিফিকেশন থাকবে এ টিভিতে সে ব্যাপারেও কোনো তথ্য জানাননি তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১