বাংলাদেশের খবর

আপডেট : ১৮ September ২০১৮

বন্দুকযুদ্ধে ঢাকা ও কক্সবাজারে নিহত ৪

বন্দুকযুদ্ধ প্রতীকী ছবি


র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ঢাকা ও কক্সবাজারে গুলিতে চারজন নিহত হয়েছে। এর মধ্যে ঢাকার রায়ের বাজার এলাকায় নিহত দুজনকে ডাকাত বলে দাবি করেছে র‌্যাব। কক্সবাজারের উখিয়ায় নিহত দু’জন সম্পর্কে র‌্যাব কর্মকর্তাদের ভাষ্য হলো, তারা মাদক চোরাকারবারে জড়িত ছিল।

র‌্যাব সদরদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, ‘মঙ্গলবার ভোরে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের পেছনে র‌্যাব-২ এর টহল দলের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি হয়। ওই গোলাগুলিতে অজ্ঞাতপরিচয় দুজন নিহত হয়। ডাকাত দলের সদস্যরা বুদ্ধিজীবী কবরস্থানের পেছনে অবস্থান করছিল। র‌্যাবের টহল দল সেখানে গেলে তারা গুলি ছোড়ে। র‌্যাব তখন পাল্টা গুলি চালালে দুজন আহত হয়।’ মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল, গুলি, ছুরি, চাপাতি ও ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণ করেন। নিহত দুজনের পরিচয় এখনো জানা যায়নি।’

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১