আপডেট : ১৮ September ২০১৮
ইংল্যান্ডে প্রেমিক জো আলিয়ানের কাছে স্থায়ীভাবে পাড়ি জমাতে চাচ্ছেন মার্কিন গায়িকা টেইলর সুইফট। তাই তো একের পর এক নিজের সম্পত্তি বিক্রি করছেন তিনি। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস এলাকায় সুইফটের দুই হাজার ৯৫০ বর্গফুটের একতলা বাড়িটি বিক্রি করে দিয়েছেন। জানা গেছে, বাড়িটি ২৬ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি করেছেন তিনি। বাড়িটিতে রয়েছে ৪টি শোবার ঘর। আর বাড়ির একপাশের দেয়ালজুড়ে কাচের জানালা থাকায় ভেতরে প্রচুর আলো ঢুকতে পারে। শ্রোতাপ্রিয় এই গায়িকা রান্না করতে ভীষণ ভালোবাসেন। তাই তো নিজের রান্নাঘরটিকে তিনি আধুনিক সব জিনিসপত্র দিয়েই সাজিয়েছিলেন। এদিকে আগেও একটি বাড়ি বিক্রি করেছেন সুইফট। ওই বাড়ির কাছেই তার আরো একটি বাড়ি ছিল, যা ৪০ লাখ ডলারে বিক্রি করেন তিনি। বাড়ি বিক্রির পর প্রশ্ন উঠেছিল, তিনি কি অন্য কোথাও পাড়ি দিচ্ছেন? আবার কেউ কেউ বলছেন, অর্থনৈতিক সমস্যায় পড়েছেন এই তারকা গায়িকা। তবে পশ্চিমা গণমাধ্যমগুলো নির্ভরযোগ্য সূত্রের বরাতে খবর প্রকাশ করেছে, মূলত ইংল্যান্ডে স্থায়ী হওয়ার ইচ্ছায়ই নিজের সব বাড়ি বিক্রি করে দিচ্ছেন এই গায়িকা। যদিও কনসার্টে যোগ দিতে মাঝে মাঝেই আমেরিকায় আসতে চান সুইফট।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১