বাংলাদেশের খবর

আপডেট : ১৮ September ২০১৮

মিউজিক ভিডিওতে নিশো

উপস্থাপিকা ফারহানা নিশো সংগৃহীত ছবি


মিউজিক ভিডিওর মডেল হলেন জনপ্রিয় উপস্থাপিকা ফারহানা নিশো। দীর্ঘদিন পর তাকে গানের মডেল হতে দেখা গেল। জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাওয়া ‘তোমাকে যেন ভুলে না যাই’ গানে মডেল হয়েছেন তিনি। গানটির কথা, সুর ও সঙ্গীত করেছেন তরুণ মুন্সী। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত নাসির।

গানের ভিডিওতে মডেল হওয়া প্রসঙ্গে ফারহানা নিশো বলেন, আমি জানতাম না এই কাজটিতে আমাকে কাস্ট করা হবে। আসিফ ভাই আমাকে গানটি শোনান। আর গানটি শুনেই ভীষণ ভালো লেগে যায়। তারপর বলা হলো কাজটিতে আমাকে নেওয়ার ব্যাপারে। আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করতে পারাটা আনন্দের। এই গানের মাধ্যমে প্রায় ১৫ বছর পর কোনো গানের ভিডিওতে মডেল হলাম। আর পরিচালকও দারুণ সহযোগিতা করেছেন কাজটি করার ব্যাপারে।

আসিফ আকবরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছি। গানে এখন ভিডিও একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে গেছে। সুতরাং প্রযোজকরা ভিডিওর দিকে ঝুঁকছেন। এই গানটিতে আমার বিপরীতে রয়েছেন ফারহানা নিশো। ও (নিশো) অনেক বছর পর কোনো গানের ভিডিওতে কাজ করছে। এটা দারুণ একটি বিষয়। গানটি মেলো রোমান্টিক ঘরানার। আমার ভক্তদের জন্য এটা দারুণ এক উপহার হতে যাচ্ছে।’

‘তোমাকে যেন ভুলে না যাই’ গান ও ভিডিওটি ধ্রুব মিউজিকের ব্যানারে প্রকাশ হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১