বাংলাদেশের খবর

আপডেট : ১৮ September ২০১৮

নির্বাচন করবেন পরীমণি

চিত্রনায়িকা পরীমণি সংগৃহীত ছবি


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্তির জন্য নির্বাচন করতে চান ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমণি। এ জন্য এখন থেকেই নিজেকে প্রস্তুত করছেন। আগামী বছরের মে মাসে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ প্রসঙ্গে পরীমণি বলেন, ‘আমি সবসময়ই সাধারণ শিল্পীদের পাশে থেকে কাজ করতে চাই; কিন্তু তার জন্য নির্বাচন করব সেটা কখনো ভাবিনি। বেশ কয়েকজন আমাকে এ বিষয়ে পরামর্শ দিয়েছেন। তাই আমি এখন নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘কোন পদে নির্বাচন করব, তা এখনই বলতে পারছি না। তবে নির্বাচন করব। আমার কাছে মনে হয়েছে শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদে থাকলে অনেক কিছুই করা সম্ভব। আমি এতদিন একাই আমার মতো কাজ করে যাচ্ছিলাম। ভালো কাজে সবাইকে পাশে পেলে আরো কিছু করা সম্ভব।’

২০১৭ সালের ৫ মে অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির নির্বাচন। আগামী বছর মে মাসে আবারো এই সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে শিল্পী সমিতির দায়িত্ব পালন করছে মিশা সওদাগর ও জায়েদ খানের প্যানেল।

নির্বাচনকেন্দ্রিক ব্যস্ততা এখনো শুরু হয়নি, তাই পরী এখন ব্যস্ত আছেন চলচ্চিত্র নিয়েই। মুক্তির অপেক্ষায় আছে পরী অভিনীত চলচ্চিত্র ‘আমার প্রেম আমার প্রিয়া’। ছবিতে নায়িকা পরীমণির সঙ্গে আছেন নায়ক কায়েস আরজু। শামীমুল ইসলাম শামীম পরিচালিত ছবিটি এরই মধ্যে ছাড়পত্র পেয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১