বাংলাদেশের খবর

আপডেট : ১৭ September ২০১৮

অবৈধভাবে প্রবেশকালে দশ বাংলাদেশি আটক‘

কসবা ম্যাপ


কসবা উপজেলার ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী নোমেন্সল্যান্ড ২০২৮ এর ১এস এর কাছে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ১০ জনকে আটক করেছে বিজিবি।

রোববার রাতে ভারতের ত্রিপুরা রাজ্যে থেকে বাংলাদেশে প্রবেশের পথে ১০ বাংলাদেশী যুবককে আটক করেছে।

আটককৃতরা হলো, রাজশাহী জেলার বদলপুর গ্রামের মো. মালেক (২৫), মো. রুহুল আমিন (২৫), চাপাইনবাবগঞ্জ জেলার গিডনীপাড়া গ্রামের মো. আবদুল জব্বার (১৮), আবদুল খলিল (১৮), ইমন (২৫), মো. সেলিসম রেজা (২৯), মিন্ত্রীপাড়া গ্রামের আরিফ হোসেন (২৮), নরেন্দ্রপুর গ্রামের রবিউল ইসলাম (২৬), মো. আজিজুর রাহমা (২৬), চড়বাঘাডাঙ্গা গ্রামের মো. নয়ন (২৬)। আটককৃতদের কসবা থানায় পুলিশে সোপর্দ করেছে ২৫ বিজিবি কোম্পানী কমান্ড ঘাগুটিয়া সীমান্তফাঁড়ী। এব্যপারে কসবা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১