আপডেট : ১৭ September ২০১৮
গোপালগঞ্জে বাসের চাপায় ইয়াছিন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ যাত্রী। সোমবার সকাল সোয়া সাতটার দিকে মুকসুদপুর-বরইতলা সড়কের মুকসুদপুর উপজেলার ধোপাভিটা নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা ঘটানার সত্যতা নিশ্চিত করেন। নিহত ইয়াছিন মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের নওহাটা গ্রামের ফরিদের ছেলে। মোস্তফা কামাল পাশা জানান, মুকসুদপুরগামী একটি লোকাল বাসের সাথে ধোপাভিটায় মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলটি বাসের নীচে চলে যায়। বাসটি রাস্তার পাশের গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১