বাংলাদেশের খবর

আপডেট : ১৬ September ২০১৮

১১৬ রানেই আটকে গেল হংকং

পাকিস্তানের বোলিং তোপে উড়ে গেল হংকং ছবি : সংগৃহীত


এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে বেশিদূর যেতে দিলো না পাকিস্তান। উসমান খান, হাসান আলী, শাদাব খানদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১১৬ রানে গুটিয়ে গেছে হংকংয়ের ইনিংস।

রানআউট দিয়ে শুরু করেছিলেন ওপেনার নিজাকাত খান (১৩)। অপর ওপেনার আনশুমান রাথকে (১৯) উইকেটের পেছনে শরফরাজের গ্লাবসবন্দ্বী করে ফেরান ফাহিম আশরাফ।

দুই ওপেনার ছাড়া কিনচিৎ শাহ (২৬) এবং আইজাজ খান (২৭) ছাড়া আর কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।

পাকিস্তানের হয়ে তিনটি উইকেট তুলে নেন উসমান খান। এছাড়া দুটি করে উইকেট শিকার করেন হাসান আলী এবং শাদাব খান। ফাহিম আশরাফ নেন একটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর: হংকং ১১৬/১০ (৩৭.১) কিনচিৎ ২৬, আইজাজ ২৭; উসমান ১৯/৩, হাসান আলী ১৯/২। 

এখন ১১৭ রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান। ৫ ওভারে বিনা উইকেটে দলীয় সংগ্রহ ১৯ রান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১