আপডেট : ১৬ September ২০১৮
সরকার গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড শনিবার পুরনো কেন্দ্রীয় কারাগারে স্বাস্থ্য পরীক্ষা করতে গেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাদের কাছে প্রশ্ন করেন, 'আমার চিকিৎসকরা কোথায়?' তার প্রশ্নের উত্তরে চিকিৎসকরা বলেন, 'আমরা এসেছি আপনার স্বাস্থ্যের খবর নিতে ও চিকিৎসা দিতে।' শনিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড পুরান ঢাকায় নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করেছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে গঠিত মেডিকেল বোর্ডের প্রধান বিএসএমএমইউ’র মেডিসিন বিভাগের অধ্যাপক ডা.এম এ জলিম সন্ধ্যায় একথা জানান। বিকেল ৪টা ৫০ মিনিটে স্বাস্থ্য পরীক্ষা শেষে মেডিকেল বোর্ডের সদস্যরা কারাগার থেকে মাইক্রোযোগে বেরিয়ে যান চিকিৎসা বোর্ডের সদস্যরা। এর আগে বিকেল পৌনে ৪টায় তারা কারাগারে প্রবেশ করেন। স্বাস্থ্য পরীক্ষা শেষে গঠিত মেডিকেল বোর্ডের প্রধান বিএসএমএমইউর মেডিসিন বিভাগের অধ্যাপক ডা.এম এ জলিল জানান, খালেদা জিয়া প্রথমে আমাদের দেখে উনার চিকিৎসকরা কোথায় জানতে চান। পরে তিনি বলেন আমরা এসেছি, আপনার স্বাস্থ্যের খোঁজ নিতে ও চিকিৎসা দিতে। পরে মেডিকেল বোর্ডের সদস্যদের কাছে খালেদা জিয়া তার সমস্যার কথা বলেছেন। পরে তিনি আমাদের কাছে উনার সমস্যার কথা বলেন। এদিকে কারাবন্দী খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্ত না করা সরকারের অশুভ পরিকল্পনারই ইঙ্গিতবাহী বলে মন্তব্য করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন।
অধ্যাপক এম এ জলিল বলেন, উনার হাতে-পায়ে সমস্যা আছে। আগে থেকেই এসব সমস্যার কারণে চিকিৎসকদের পরামর্শে তিনি অনেক ওষুধ খাচ্ছেন। সোমবার খালেদা জিয়ার সমস্যাগুলো নিয়ে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড আমরা একসঙ্গে বসবো। তারপর জেল কর্তৃপক্ষের কাছে জানানো হবে খালেদা জিয়ার চিকিৎসার কী করতে হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১