আপডেট : ১৬ September ২০১৮
কাদাভরা পাহাড়ি পথ। স্ত্রীকে নিয়ে এই পথ পাড়ি দিতে হবে। পায়ে কাদা লেগে যাবে, তাই স্ত্রীকে পিঠে তুলে নিয়ে সেই পথ পাড়ি দিলেন ভুটানের সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগে। নিজের টুইটার পেজে স্ত্রী তাশি দোমাকে পিঠে চড়িয়ে কাদাভরা রাস্তা পার করার ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছেন তিনি। খবর নিউজ এইটিন ডট কম। ছবিতে শেরিং লেখেন, স্যার ওয়াল্টার রালের মতো ড্যাশিং নই; কিন্তু স্ত্রীর পা পরিষ্কার রাখার জন্য একজন পুরুষের যা করা উচিত, তা-ই করলাম। পোস্টের পর থেকে টুইটারে একের পর এক তোবগে-বন্দনা চলছে। একজন নারীকে কীভাবে ভালোবাসা এবং সম্মান দেখানো যায়, তার নজির স্থাপন করলেন বলে অনেকে মন্তব্য করেছেন। চারশ বছর আগে ইংরেজ কবি স্যার ওয়াল্টার র্যালি রানী এলিজাবেথের সামনে কাদাভরা পথে নিজের আলখাল্লা বিছিয়ে দিয়েছিলেন বলে জনশ্রুতি আছে। ২০০২ সালে বিবিসির জরিপে ‘ওয়ান হানড্রেড গ্রেটেস্ট ব্রিটেনস’-এর তালিকায় স্থান পান এই কবি। তবে তিনি কবে, কোথায় কিংবা কেন এমনটি করেছিলেন, তা আজো জানা যায়নি। আদৌ এ ঘটনা সত্যি কি-না, তাও কেউ নিশ্চিত করে বলতে পারেননি এখনো। তবে এ যুগেও যে স্ত্রীর প্রতি সম্মান ও ভালোবাসা দেখানো যায়, সেটাই প্রমাণ করলেন তোবগে। ২০১৩ সালের জুলাই থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত ভুটানের প্রধানমন্ত্রী ছিলেন ৫২ বছর বয়সী তোবগে। বর্তমানে তিনি পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রেসিডেন্ট।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১