বাংলাদেশের খবর

আপডেট : ১৬ September ২০১৮

ও প্রিয়া তুমি কেমন আছো

সঙ্গীতশিল্পী আসিফ আকবর সংগৃহীত ছবি


‘ও প্রিয়া তুমি কেমন আছো’ শিরোনামের একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। স্নেহাশীষ ঘোষের কথায় গানটির সুর করেছেন মোহাম্মদ মিলন। সঙ্গীত পরিচালনা করেছেন এমএমপি রনি। সৈকত রেজার পরিচালনায় সম্প্রতি শেষ হয়েছে গানটির চিত্রায়ণ। ভিডিওতে মডেল হিসেবে অংশ নিয়েছেন আসিফ নিজেই।

খুব শিগগির ডেডলাইন এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত হবে মিউজিক ভিডিওটি। গানটি প্রসঙ্গে আসিফ জানান, হঠাৎ করে নতুন এই গানটির পরিকল্পনা করা হয়। গানটি প্রথম শুনেই তিনি বুঝতে পেরেছেন ভালো কিছু হতে যাচ্ছে।

তিনি বলেন, ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানের সূত্র ধরেই এই গানটি করা। গানটি খুব ভালো হয়েছে। এতটাই ভালো হয়েছে যে ১৭ বছর আগে প্রকাশিত ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানটিকে এই গান অসম্মান করবে না। আমার বিশ্বাস শ্রোতারা ওই গানের মতো এই গানটিও গ্রহণ করবেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১