বাংলাদেশের খবর

আপডেট : ১৬ September ২০১৮

চমক নিয়ে আসছেন আমিন খান ও পূর্ণিমা

চিত্রনায়ক আমিন খান ও চিত্রনায়িকা পূর্ণিমা সংগৃহীত ছবি


নতুন চমক নিয়ে একই সঙ্গে দর্শকের সামনে আসছেন চিত্রনায়ক আমিন খান ও চিত্রনায়িকা পূর্ণিমা। নতুন কোনো চলচ্চিতে নয়, একসঙ্গে উপস্থাপনায় দেখা যাবে তাদের। ২৫ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘শেখ হাসিনার উন্নয়নের বাংলাদেশ’ শিরোনামের অনুষ্ঠান উপস্থাপনা করবেন তারা।

অনুষ্ঠানটি সম্পর্কে পূর্ণিমা বলেন, ‘অনুষ্ঠানটির আয়োজন অনেক বড়। আমি এবং আমিন খান উপস্থাপনা করব। আয়োজকদের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। কিছুদিন পর আমরা প্রস্তুতি নেওয়াও শুরু করব।’

পার্ক অ্যাড অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ও এশিয়ান টিভি যৌথভাবে আয়োজন করেছে অনুষ্ঠানটির। এতে পারফর্ম করবেন মমতাজ, ফকির সাহাবুদ্দিন, ওয়ারফেজ, কর্ণিয়া, মুহিন, আবু হেনা রনি, লিজা, চিত্রনায়িকা অপু, আঁচল, বিদ্যা সিনহা মিম, জায়েদ খান, বাপ্পী, সায়মন প্রমুখ। দর্শকদের জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানটি চলবে বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এশিয়ান টিভি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১