বাংলাদেশের খবর

আপডেট : ১৫ September ২০১৮

সঙ্কট উত্তরণে গণমাধ্যমের ভূমিকা জরুরি : আফরোজা আব্বাস

বাংলাদেশের খবরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে মতিঝিলে দৈনিকটির কার্যালয়ে বাংলাদেশের খবরের সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টা সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন ও নির্বাহী সম্পাদক মাহমুদ আল ফয়সালের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ছবি : বাংলাদেশের খবর


দেশের চলমান রাজনৈতিক সঙ্কট উত্তরণে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমের ভূমিকা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।

বাংলাদেশের খবরের তৃতীয় প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে শনিবার দুপুরে রাজধানীর আরকে মিশন রোডে ইত্তেফাক ভবনের তৃতীয় তলায় পত্রিকাটির কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।  

এর আগে তিনি বাংলাদেশের খবরের সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া ও উপদেষ্টা সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিনের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ-উৎসবে অংশ নেন।  

দেশের গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১