আপডেট : ১৪ September ২০১৮
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার চাড়িয়া বুড়িপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশা চালক নুরুল হুদা (৩৩) ও শিশু আবু তৈয়ব (৯)। হাটহাজারী থানার পুলিশ দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও অটোরিকশাটি উদ্ধার করেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, হাটহাজারী উপজেলার চাড়িয়া বুড়িপুকুর পাড় এলাকায় একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক নুরুল হুদা ও শিশু আবু তৈয়ব গুরুতর আহত হয়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাটহাজারী সড়কে সিএনজি চালিত অটোরিটশা ও ইঞ্জিনচালিত রিকশা চলাচল বেড়ে যাওয়ায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১